Use LEFT and RIGHT arrow keys to navigate between flashcards;
Use UP and DOWN arrow keys to flip the card;
H to show hint;
A reads text to speech;
53 Cards in this Set
- Front
- Back
১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশ সরকার সমগ্র দেশকে কতটি যুদ্ধ অঞ্চলে বিভক্ত করেছিলেন? |
৪ টি কুমিল্লা, চট্টগ্রাম, সিলেট ও দক্ষিণ-পশ্চিম অঞ্চল। |
|
কোন সেক্টরে নিয়মিত সেক্টর কমান্ডার ছিল না? |
১০ নং সেক্টর |
|
১০ নং সেক্টর কিভাবে গঠিত হয়েছিল? |
নৌবাহিনীর ১০ জন বাঙালি অফিসার নিয়ে |
|
বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় কোন সেক্টর ব্যতিক্রম ছিল? |
১০ নং সেক্টর |
|
মুক্তিযুদ্ধের সময় ঢাকা কত নং সেক্টরে ছিল? |
২ নং সেক্টর |
|
মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর কত নং সেক্টরে ছিল? |
৮ নং সেক্টর |
|
মুক্তিযুদ্ধ চলাকালে সমগ্র বাংলাদেশকে যে ব্রিগেড ফোর্স আকারে ভাগ করা হয়েছিল তার নাম কি কি? |
এস-ফোর্সঃ মেজর সফিউল্লাহ কে-ফোর্সঃ মেজর খালেদ মোশাররফ জেড-ফোর্সঃ মেজর জিয়াউর রহমান |
|
মুক্তিবাহিনী কখন গঠন করা হয়? |
১৯৭১ সালের জুলাই ১১ |
|
মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি কে ছিলেন? |
জেনারেল মুহাম্মদ আতাউল গণি ওসমানী |
|
মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের প্রিয় স্লোগান কি ছিল? |
জয় বাংলা |
|
মুক্তিযুদ্ধের সময় গঠিত মুজিব বাহিনী এর প্রধান কে ছিলেন? |
শেখ ফজলুল হক মণি |
|
মুজিব বাহিনী কে, কোথায় প্রশিক্ষণ দেয়? |
ভারতের উত্তরাখণ্ডের দেরাদুনে; মেজর উবানের তত্ত্বাবধানে |
|
মুজিব বাহিনী এর অপর নাম কি ছিল? |
বাংলাদেশ লিবারেশন ফোর্স |
|
মুক্তিবাহিনী এর প্রথম নাম কি ছিল? |
মুক্তিফৌজ |
|
মুক্তিবাহিনী কোথায় গঠিত হয়? |
হবিগঞ্জ জেলার তেলিয়াপাড়ায় |
|
কার নেতৃত্বে মুক্তিবাহিনী গঠিত হয়? |
জেনারেল এম এ জি ওসমানী |
|
মুক্তিবাহিনীর প্রধান কে ছিলেন? |
জেনারেল এম এ জি ওসমানী |
|
স্বাধীন বাংলা ফুটবল দল কখন গঠিত হয়? |
১৯৭১ সালে |
|
স্বাধীন বাংলা ফুটবল দল কতজন সদস্য নিয়ে গঠিত হয়? |
৩৬ জন |
|
অপারেশন বিগ বার্ড কী? |
২৫ শে মার্চ দিবাগত রাতে অর্থাৎ ২৬ মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করার জন্যে পরিচালিত অপারেশন |
|
অপারেশন বিগ বার্ড এর নেতৃত্ব দেন কে? |
লেফটেন্যান্ট কর্নেল জহির আলম খান ও মেজর বেলাল |
|
অপারেশন সার্চলাইট কী? |
২৫ শে মার্চ কালোরাত থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক নিরস্ত্র বাঙালির উপর পরিচালিত গণহত্যা। |
|
অপারেশন সার্চলাইট এর প্রথম পর্যায়ের সময়কাল কত? |
২৫ শে মার্চ থেকে মে মাসের মধ্য পর্যন্ত |
|
অপারেশন সার্চলাইট এর মূল পরিকল্পনাকারী কে ছিলেন? |
মেজর জেনারেল রাও ফরমান আলী |
|
অপারেশন সার্চলাইট পরিচালনার মূল দায়িত্বে কে ছিলেন? |
মেজর জেনারেল রাও ফরমান আলী |
|
ঢাকা শহর ব্যতীত বাংলাদেশের অন্যান্য অঞ্চলে অপারেশন সার্চলাইট পরিচালনার মূল দায়িত্বে কে ছিলেন? |
মেজর জেনারেল খাদিম হোসেন রাজা |
|
অপারেশন সার্চলাইট এর সার্বিক অবস্থা পর্যবেক্ষণ (মনিটরিং) এর দায়িত্বে কে ছিলেন? |
জেনারেল টিক্কা খান |
|
১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ও নেতৃত্ব দিয়েছিলেন কে? |
পূর্ব পাকিস্তানের গভর্নরের সামরিক উপদেষ্টা মেজর জেনারেল রাও ফরমান আলী |
|
বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের সাথে এদেশীয় কোন দুটি সংগঠন জড়িত ছিল? |
আল-বদর ও আল-শামস |
|
অপারেশন জ্যাকপট কী? |
১৯৭১ সালের ১৫ আগষ্ট ১৪৮ জন বাঙালি নৌ-কমান্ডো বাহিনী কর্তৃক পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে নৌ সেক্টরে তথা ১০ নং সেক্টরে ৪ টি বন্দরে(চট্টগ্রাম, মংলা, নারায়ণগঞ্জ ও চাঁদপুর) পরিচালিত নৌ-কমান্ডো বাহিনীর প্রথম অভিযান।
এই অভিযানের মাধ্যমে পাকিস্তানি বাহিনীর এম. ভি. আব্বাস ও এম. ভি. হরমুজসহ ২৬টি পণ্য, সমরাস্ত্রবাহী জাহাজ ও গানবোট ধ্বংস করা হয়।
নেতৃত্ব দিয়েছিলেনঃ চট্টগ্রামঃ আবদুল ওয়াহেদ চৌধুরী (বীর উত্তম) মংলাঃ আহসানউল্লাহ (বীরপ্রতীক) চাঁদপুরঃ বদিউল আলম (বীর উত্তম) নারায়ণগঞ্জঃ আবদুর রহমান (বীরবিক্রম) ও শাহজাহান সিদ্দিক (বীরবিক্রম) |
|
ক্র্যাক প্লাটুন কী? |
মুক্তিযুদ্ধের সময় গঠিত একটি গেরিলা দল। যারা ঢাকা শহরে পাকিস্তানি বাহিনীর উপর অতর্কিত হামলা চালাতো |
|
মুক্তিযুদ্ধের সময় পোড়ামাটির নীতি গ্রহণ করেছিল কে? |
পাকিস্তানের সেনাবাহিনী |
|
মুক্তিযুদ্ধে অবদানের জন্য মুক্তিযোদ্ধাদের খেতাব দেয়া হয় কবে? |
১৯৭৩ সালের ডিসেম্বর ১৫ |
|
মুক্তিযুদ্ধে অবদানের জন্য রাষ্ট্রীয় খেতাব কয়টি ও কী কী? |
৪ টি বীরশ্রেষ্ঠ, বীরউত্তম, বীরবিক্রম, বীরপ্রতীক |
|
মুক্তিযুদ্ধে কতজন বীরউত্তম খেতাব লাভ করেছেন? |
শুধুমাত্র মুক্তিযুদ্ধে ৬৮ জন কিন্তু মোট বীরউত্তম ৬৯ জন। 2010 সালে 75 এর অভ্যুত্থানের সময় বঙ্গবন্ধুকে রক্ষা করতে গিয়ে শহীদ হওয়া ব্রিগেডিয়ার জামিলকে বীর উত্তম খেতাব দেয়া হয়। |
|
মুক্তিযুদ্ধে কতজন বীরবিক্রম উপাধি লাভ করেন? |
শুধু মুক্তিযুদ্ধে ১৭৫ জন
মোট বীরবিক্রম ১৭৭ জন। পার্বত্য চট্টগ্রামে বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে লড়াইয়ে বীরত্বপূর্ণ ভূমিকার জন্য লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সোহরাওয়ার্দী ও ব্রিগেডিয়ার জেনারেল মোজাফ্ফর আহমেদ কে বীর বিক্রম খেতাব দেয়া হয়। |
|
মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীরপ্রতীক খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধার সংখ্যা কত? |
৪২৬ জন (২ জন মহিলা ও নিখোজ ৫৪) |
|
স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য মোট কতজনকে রাষ্ট্রীয় খেতাব দেয়া হয়? |
৬৭৬ জন |
|
স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য মোট কতজনকে রাষ্ট্রীয় খেতাব দেয়া হয়? |
৬৭৬ জন |
|
স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য মোট কতজনকে রাষ্ট্রীয় খেতাব দেয়া হয়? |
৬৭৬ জন |
|
কোন বীরশ্রেষ্ঠ’র মৃতদেহ সাথে সাথে উদ্ধার করা সম্ভবপর হয়নি? |
বীরশ্রেষ্ঠ রুহুল আমীন |
|
কোন বীরশ্রেষ্ঠ’র কবর পাকিস্তান থেকে দেশে এনে সমাহিত করা হয়? |
বীরশ্রেষ্ঠ মতিউর রহমান |
|
বীরশ্রেষ্ঠ মতিউর রহমান এর কবর কোথায় ছিল? |
পাকিস্তানের করাচির মাশরুর বিমান ঘাটিতে |
|
কোন বীরশ্রেষ্ঠ’র দেহাবশেষ ভারত থেকে এনে সমাহিত করা হয়? |
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের |
|
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের কবর কোথায় ছিল? |
ভারতের ত্রিপুরা রাজ্যে |
|
দুইজন খেতাবধারী মহিলা মুক্তিযোদ্ধার নাম কি? |
ক্যাপ্টেন সেতারা বেগম (বাড়ি কিশোরগঞ্জ, ২ নং সেক্টরে যুদ্ধ করেন) তারামন বিবি (বাড়ি কুড়িগ্রাম, ১১ নং সেক্টরে যুদ্ধ করেন) |
|
কোন নারী সর্বপ্রথম বীরপ্রতীক খেতাব লাভ করেন? |
সেতারা বেগম |
|
মুক্তিযুদ্ধে অংশগ্রহণের জন্যে কোন ফরাসি সাহিত্যিক ইচ্ছা পোষণ করেন? |
আঁদ্রে ময়রা |
|
মুক্তিযুদ্ধে একজন ইতালির নাগরিক মৃত্যুবরণ করেন তার নাম কি? |
মাদার মারিও ভেরেনজি |
|
মুক্তিযুদ্ধে বীরপ্রতীক খেতাব প্রাপ্ত একমাত্র বিদেশি নাগরিক কে? |
নেদারল্যান্ডসের বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান নাগরিক ডব্লিউ এ এস ওডারল্যান্ড |
|
একমাত্র বীরবিক্রম খেতাব ধারী উপজাতি মুক্তিযোদ্ধা কে ছিলেন? |
ইউ কে চিং মারমা |
|
মুক্তিযুদ্ধে আর্থিক সহযোগিতা করার জন্য কনসার্ট ফর বাংলাদেশ আয়োজন করেন কে? |
জর্জ হ্যারিসন ও পণ্ডিত রবিশঙ্কর |
|
কনসার্ট ফর বাংলাদেশ কোথায় আয়োজন করা হয়? |
নিউইয়র্ক সিটির ম্যাডিসন স্কয়ারে
(জাতিসংঘের সদর দপ্তর যে শহরে সেই শহরে এই অনুষ্ঠান হয়েছিল, যেন সারা বিশ্বের নেতারা সহজে জানতে পারে) |