• Shuffle
    Toggle On
    Toggle Off
  • Alphabetize
    Toggle On
    Toggle Off
  • Front First
    Toggle On
    Toggle Off
  • Both Sides
    Toggle On
    Toggle Off
  • Read
    Toggle On
    Toggle Off
Reading...
Front

Card Range To Study

through

image

Play button

image

Play button

image

Progress

1/53

Click to flip

Use LEFT and RIGHT arrow keys to navigate between flashcards;

Use UP and DOWN arrow keys to flip the card;

H to show hint;

A reads text to speech;

53 Cards in this Set

  • Front
  • Back

১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশ সরকার সমগ্র দেশকে কতটি যুদ্ধ অঞ্চলে বিভক্ত করেছিলেন?

৪ টি



কুমিল্লা, চট্টগ্রাম, সিলেট ও দক্ষিণ-পশ্চিম অঞ্চল।

কোন সেক্টরে নিয়মিত সেক্টর কমান্ডার ছিল না?

১০ নং সেক্টর

১০ নং সেক্টর কিভাবে গঠিত হয়েছিল?

নৌবাহিনীর ১০ জন বাঙালি অফিসার নিয়ে

বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় কোন সেক্টর ব্যতিক্রম ছিল?

১০ নং সেক্টর

মুক্তিযুদ্ধের সময় ঢাকা কত নং সেক্টরে ছিল?

২ নং সেক্টর

মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর কত নং সেক্টরে ছিল?

৮ নং সেক্টর

মুক্তিযুদ্ধ চলাকালে সমগ্র বাংলাদেশকে যে ব্রিগেড ফোর্স আকারে ভাগ করা হয়েছিল তার নাম কি কি?

এস-ফোর্সঃ মেজর সফিউল্লাহ


কে-ফোর্সঃ মেজর খালেদ মোশাররফ


জেড-ফোর্সঃ মেজর জিয়াউর রহমান

মুক্তিবাহিনী কখন গঠন করা হয়?

১৯৭১ সালের জুলাই ১১

মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি কে ছিলেন?

জেনারেল মুহাম্মদ আতাউল গণি ওসমানী

মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের প্রিয় স্লোগান কি ছিল?

জয় বাংলা

মুক্তিযুদ্ধের সময় গঠিত মুজিব বাহিনী এর প্রধান কে ছিলেন?

শেখ ফজলুল হক মণি

মুজিব বাহিনী কে, কোথায় প্রশিক্ষণ দেয়?

ভারতের উত্তরাখণ্ডের দেরাদুনে; মেজর উবানের তত্ত্বাবধানে

মুজিব বাহিনী এর অপর নাম কি ছিল?

বাংলাদেশ লিবারেশন ফোর্স

মুক্তিবাহিনী এর প্রথম নাম কি ছিল?

মুক্তিফৌজ

মুক্তিবাহিনী কোথায় গঠিত হয়?

হবিগঞ্জ জেলার তেলিয়াপাড়ায়

কার নেতৃত্বে মুক্তিবাহিনী গঠিত হয়?

জেনারেল এম এ জি ওসমানী

মুক্তিবাহিনীর প্রধান কে ছিলেন?

জেনারেল এম এ জি ওসমানী

স্বাধীন বাংলা ফুটবল দল কখন গঠিত হয়?

১৯৭১ সালে

স্বাধীন বাংলা ফুটবল দল কতজন সদস্য নিয়ে গঠিত হয়?

৩৬ জন

অপারেশন বিগ বার্ড কী?

২৫ শে মার্চ দিবাগত রাতে অর্থাৎ ২৬ মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করার জন্যে পরিচালিত অপারেশন

অপারেশন বিগ বার্ড এর নেতৃত্ব দেন কে?

লেফটেন্যান্ট কর্নেল জহির আলম খান ও মেজর বেলাল

অপারেশন সার্চলাইট কী?

২৫ শে মার্চ কালোরাত থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক নিরস্ত্র বাঙালির উপর পরিচালিত গণহত্যা

অপারেশন সার্চলাইট এর প্রথম পর্যায়ের সময়কাল কত?

২৫ শে মার্চ থেকে মে মাসের মধ্য পর্যন্ত

অপারেশন সার্চলাইট এর মূল পরিকল্পনাকারী কে ছিলেন?

মেজর জেনারেল রাও ফরমান আলী

অপারেশন সার্চলাইট পরিচালনার মূল দায়িত্বে কে ছিলেন?

মেজর জেনারেল রাও ফরমান আলী

ঢাকা শহর ব্যতীত বাংলাদেশের অন্যান্য অঞ্চলে অপারেশন সার্চলাইট পরিচালনার মূল দায়িত্বে কে ছিলেন?

মেজর জেনারেল খাদিম হোসেন রাজা

অপারেশন সার্চলাইট এর সার্বিক অবস্থা পর্যবেক্ষণ (মনিটরিং) এর দায়িত্বে কে ছিলেন?

জেনারেল টিক্কা খান

১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ও নেতৃত্ব দিয়েছিলেন কে?

পূর্ব পাকিস্তানের গভর্নরের সামরিক উপদেষ্টা মেজর জেনারেল রাও ফরমান আলী

বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের সাথে এদেশীয় কোন দুটি সংগঠন জড়িত ছিল?

আল-বদর ও আল-শামস

অপারেশন জ্যাকপট কী?

১৯৭১ সালের ১৫ আগষ্ট ১৪৮ জন বাঙালি নৌ-কমান্ডো বাহিনী কর্তৃক পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে নৌ সেক্টরে তথা ১০ নং সেক্টরে ৪ টি বন্দরে(চট্টগ্রাম, মংলা, নারায়ণগঞ্জ ও চাঁদপুর) পরিচালিত নৌ-কমান্ডো বাহিনীর প্রথম অভিযান।



এই অভিযানের মাধ্যমে পাকিস্তানি বাহিনীর এম. ভি. আব্বাস ও এম. ভি. হরমুজসহ ২৬টি পণ্য, সমরাস্ত্রবাহী জাহাজ ও গানবোট ধ্বংস করা হয়।



নেতৃত্ব দিয়েছিলেনঃ


চট্টগ্রামঃ আবদুল ওয়াহেদ চৌধুরী (বীর উত্তম)


মংলাঃ আহসানউল্লাহ (বীরপ্রতীক)


চাঁদপুরঃ বদিউল আলম (বীর উত্তম)


নারায়ণগঞ্জঃ আবদুর রহমান (বীরবিক্রম) ও শাহজাহান সিদ্দিক (বীরবিক্রম)

ক্র‍্যাক প্লাটুন কী?

মুক্তিযুদ্ধের সময় গঠিত একটি গেরিলা দল। যারা ঢাকা শহরে পাকিস্তানি বাহিনীর উপর অতর্কিত হামলা চালাতো

মুক্তিযুদ্ধের সময় পোড়ামাটির নীতি গ্রহণ করেছিল কে?

পাকিস্তানের সেনাবাহিনী

মুক্তিযুদ্ধে অবদানের জন্য মুক্তিযোদ্ধাদের খেতাব দেয়া হয় কবে?

১৯৭৩ সালের ডিসেম্বর ১৫

মুক্তিযুদ্ধে অবদানের জন্য রাষ্ট্রীয় খেতাব কয়টি ও কী কী?

৪ টি


বীরশ্রেষ্ঠ, বীরউত্তম, বীরবিক্রম, বীরপ্রতীক

মুক্তিযুদ্ধে কতজন বীরউত্তম খেতাব লাভ করেছেন?

শুধুমাত্র মুক্তিযুদ্ধে ৬৮ জন



কিন্তু মোট বীরউত্তম ৬৯ জন।


2010 সালে 75 এর অভ্যুত্থানের সময় বঙ্গবন্ধুকে রক্ষা করতে গিয়ে শহীদ হওয়া ব্রিগেডিয়ার জামিলকে বীর উত্তম খেতাব দেয়া হয়।

মুক্তিযুদ্ধে কতজন বীরবিক্রম উপাধি লাভ করেন?

শুধু মুক্তিযুদ্ধে ১৭৫ জন



মোট বীরবিক্রম ১৭৭ জন। পার্বত্য চট্টগ্রামে বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে লড়াইয়ে বীরত্বপূর্ণ ভূমিকার জন্য লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সোহরাওয়ার্দী ও ব্রিগেডিয়ার জেনারেল মোজাফ্ফর আহমেদ কে বীর বিক্রম খেতাব দেয়া হয়।

মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীরপ্রতীক খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধার সংখ্যা কত?

৪২৬ জন (২ জন মহিলা ও নিখোজ ৫৪)


স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য মোট কতজনকে রাষ্ট্রীয় খেতাব দেয়া হয়?

৬৭৬ জন

স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য মোট কতজনকে রাষ্ট্রীয় খেতাব দেয়া হয়?

৬৭৬ জন

স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য মোট কতজনকে রাষ্ট্রীয় খেতাব দেয়া হয়?

৬৭৬ জন

কোন বীরশ্রেষ্ঠ’র মৃতদেহ সাথে সাথে উদ্ধার করা সম্ভবপর হয়নি?

বীরশ্রেষ্ঠ রুহুল আমীন

কোন বীরশ্রেষ্ঠ’র কবর পাকিস্তান থেকে দেশে এনে সমাহিত করা হয়?

বীরশ্রেষ্ঠ মতিউর রহমান

বীরশ্রেষ্ঠ মতিউর রহমান এর কবর কোথায় ছিল?

পাকিস্তানের করাচির মাশরুর বিমান ঘাটিতে

কোন বীরশ্রেষ্ঠ’র দেহাবশেষ ভারত থেকে এনে সমাহিত করা হয়?

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের কবর কোথায় ছিল?

ভারতের ত্রিপুরা রাজ্যে

দুইজন খেতাবধারী মহিলা মুক্তিযোদ্ধার নাম কি?

ক্যাপ্টেন সেতারা বেগম (বাড়ি কিশোরগঞ্জ, ২ নং সেক্টরে যুদ্ধ করেন)


তারামন বিবি (বাড়ি কুড়িগ্রাম, ১১ নং সেক্টরে যুদ্ধ করেন)

কোন নারী সর্বপ্রথম বীরপ্রতীক খেতাব লাভ করেন?

সেতারা বেগম

মুক্তিযুদ্ধে অংশগ্রহণের জন্যে কোন ফরাসি সাহিত্যিক ইচ্ছা পোষণ করেন?

আঁদ্রে ময়রা

মুক্তিযুদ্ধে একজন ইতালির নাগরিক মৃত্যুবরণ করেন তার নাম কি?

মাদার মারিও ভেরেনজি

মুক্তিযুদ্ধে বীরপ্রতীক খেতাব প্রাপ্ত একমাত্র বিদেশি নাগরিক কে?

নেদারল্যান্ডসের বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান নাগরিক ডব্লিউ এ এস ওডারল্যান্ড

একমাত্র বীরবিক্রম খেতাব ধারী উপজাতি মুক্তিযোদ্ধা কে ছিলেন?

ইউ কে চিং মারমা

মুক্তিযুদ্ধে আর্থিক সহযোগিতা করার জন্য কনসার্ট ফর বাংলাদেশ আয়োজন করেন কে?

জর্জ হ্যারিসন ও পণ্ডিত রবিশঙ্কর

কনসার্ট ফর বাংলাদেশ কোথায় আয়োজন করা হয়?

নিউইয়র্ক সিটির ম্যাডিসন স্কয়ারে



(জাতিসংঘের সদর দপ্তর যে শহরে সেই শহরে এই অনুষ্ঠান হয়েছিল, যেন সারা বিশ্বের নেতারা সহজে জানতে পারে)